
১. ইতালো ক্যালভিনোর গল্প, (অনুবাদ)–(বেঙ্গল পাবলিকেশন)
২. সার্ত্র, সোলঝেনিৎসিন ও অন্যান্য প্রবন্ধ, (গদ্য) –(দ্রুবপদ)
৩. ভরসানামা, (গীতিকাব্য)–(লিটল ম্যাগাজিন)
৪. তপনশীল ও তার বিবাহ প্রকল্প, (গল্প) –জোনাকি প্রকাশনী
৫. Private Moment ( ইংরেজিতে লেখা কাব্য)–(লিটল ম্যাগাজিন)
৬ খালেদা হানুম : সৃজন ও মনন, (জীবন ও সাহিত্য সমালোচনা)–বলাকা।
৭. নির্বাচিত প্রবন্ধ, (ইত্যাদি গ্রন্থ প্রকাশ)
আগামী মেলার আগেই প্রকাশিত হচ্ছে আরও ৩টি বই
৮. বর্ণসন্তান, (উপন্যাস)– (বেঙ্গল পাবলিকেশন)
৯. গল্প সমগ্র, (জোনাকি প্রকাশনী)
১০. শব্দসমর ও অন্যান্য প্রবন্ধ, (গদ্য)–(খড়িমাটি)
বাংলা সাহিত্যের সব্যসাচী লেখকদের সংক্ষিপ্ত তালিকায় মহীবুল আজিজ স্বতন্ত্র স্বরের অনিবার্য উচ্চারিত এক নাম। সাহিত্যের বহুমুখী ধারায় তিন দশকেরও অধিকাল ব্যাপী বিস্ময়কর সমতায় ও পারদর্শিতায় তিনি গড়ে তোলেন তাঁর তাৎপর্যময় সৃজনভুবন। গল্প, কবিতা, প্রবন্ধ, গবেষণা, উপন্যাস, অনুবাদ, গানসহ সাহিত্যের প্রতিটি শাখাকে মহীবুল আজিজ ঈর্ষণীয় অবদানে ঋদ্ধ করেছেন।
কথাসাহিত্যে মহীবুল আজিজের অবস্থান আজ সুবিদিত ও সুদৃঢ়। তাঁর তীব্র সংবেনশীলতা, প্রকাশের পরিপূর্ণতা ও ভাষার সুগভীর বিস্তারে তিনি তুমুল আধুনিক ও বাস্তববাদী সাহিত্য সৃজনের অনন্য রূপকার। তাঁর প্রতিটি লেখাই সময়ের একেকটি দলিল। সংকটে বর্ধিত ও সংগ্রামে উত্তরিত অস্থির এই যুগাবর্তের সমস্ত যন্ত্রণার রূপায়ণ ঘটেছে তাঁর সাহিত্যকর্মে। মহীবুল আজিজের ছোটগল্প তাঁর গভীর অর্ন্তদৃষ্টি, রাজনৈতিক সচেতনতা, স্বদেশ-সমকাল-প্রতিবেশ সম্পর্কে অভিজ্ঞতার এক যৌক্তিক সমগ্রতায় পাঠককে আবদ্ধ করে। বিষয়-উৎস সন্ধান ও আঙ্গিক বিনির্মাণে ভিন্নতর শিল্প নিরীক্ষায় প্রযত্নশীল কুশলী মহীবুল আজিজ তাই বাংলা কথাসাহিতের ভুবনে আজ স্বাতন্ত্র্যচিহ্নিত।
মহীবুল আজিজ কথাসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিতি পেলেও কাব্যচর্চাতেও তাঁর পারঙ্গমতা অনস্বীকার্য। তিনি কবিতায় নির্মাণ করেন নিজস্ব মানচিত্র। তুলে আনেন সমাজ ও সমকালের বহুস্তরী জিজ্ঞাসার বৈভবী রূপ। তাঁর কবিতা সরল অথচ বুদ্ধিদীপ্তি ও দার্শনিকতায় অভিনব। কবিতায় ওঠে আসে বিচিত্র বিষয় ও ভাবনা―যার অন্তর্নিহিত আধেয় জুড়ে লুকিয়ে আছে যুগযন্ত্রণার চিত্রভাষ্য। নিরন্তর চর্চায় নিবেদিত, কাব্য সুষমায় সমর্পিত মহীবুল আজিজ সৃষ্টিমুখর একজন সক্রিয় কবি।
মহীবুল আজিজ বহুপ্রজ, সূক্ষ্মচেতনশীল পর্যবেক্ষক লেখক। গল্প-উপন্যাস-কবিতার পাশাপাশি তিনি লিখেন নানা বিষয়ে সৃজনশীল-মননশীল-গবেষণাধর্মী প্রবন্ধ। অধীত বিদ্যার ব্যাপকতা ও চিন্তাশীলতায় সমৃদ্ধ মহীবুল বাংলা ভাষা ও সাহিত্যের খ্যাতিমান অধ্যাপক হওয়ায় তাঁর মানসে বিস্তৃত হয়ে আছে বিশ্বসাহিত্যের বিশাল পঠভূমি। তাঁর নন্দনদৃষ্টি দেশের সীমা ছাড়িয়ে বৈশ্বিক দিগন্ত পর্যন্ত প্রসারিত। তিনি অনুসন্ধানী গবেষক, অর্ন্তদৃষ্টি সম্পন্ন সমালোচক। তাঁর গবেষণায় ধারণ করেন বাঙালির সামগ্রিকতা, উপস্থাপন করেছেন অতুলনীয় নান্দকিতা, অভিব্যঞ্জিত করেছেন অনাগত উজ্জ্বল ভবিষ্যৎ। তাঁর লেখায় ও গবেষণায় উঠে আসে বাঙালির আত্মপরিচয়, জাতীয়তাবাদ, স্বাধীনতা-সংগ্রাম ও স্বপ্ন-চৈতন্যের শৈল্পিক রূপভাষ্য―যার সচলতা অনিঃশেষ ও গুরুর্ত্ব অপরিসীম। সাহিত্য-শিক্ষা-সংস্কৃতি-সমাজ তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দু। সমাজের বিবর্তনশীল বা পরিবর্তমান চলকের সম্পর্কসূত্র অনুসন্ধানই তাঁর মূলগত লক্ষ্য।
মহীবুল আজিজ বরাবরই দর্শন ও রাজনীতিসচেতন মানুষ। মুক্তিযুদ্ধ বিষয়ে মহীবুল আজিজের সার্বিক মনোভঙ্গি প্রকাশিত হয়েছে তাঁর পুরো সাহিত্যকর্ম জুড়ে, বিশেষ করে ছোটগল্পে ও উপন্যাসে। শৈশবের যুদ্ধকালীন স্মৃতি-অভিজ্ঞতা, যুদ্ধপরবর্তী স্বপ্ন-স্বপ্নভঙ্গ, হতাশা, বিবমিষা, রাষ্ট্র যন্ত্রের বিচ্যুতি, অবক্ষয়, দুর্বৃত্তায়ণ, কূপমণ্ডুকতাসহ নানা অভিঘাতের খণ্ডচিত্র মহীবুল আজিজের লেখায় গভীর তাৎপর্যের সাথে বিশ্লেষিত হয়।
মহীবুল আজিজ একজন শ্রমনিষ্ট নিভৃতচারী লেখক। প্রান্তে বসবাস করেও সৃজনশীল এবং মননশীল উভয় ক্ষেত্রেই তিনি তাঁর সামর্থ্য ও পারঙ্গতা দেখিয়েছেন। মহীবুল আজিজের এ-অবদান জাতীয়ভাবে বৃহত্তর পরিসরে স্বীকৃতি ও সম্মানিত হওয়া জরুরী আমরা মনে করি। নিরন্তর সৃজনী প্রভার সৌরভে বিচিত্রগামী ও মানব অনুভূতির একজন সূক্ষ্ম অনুবাদক হিসেবে তাঁর প্রতিটি লেখা উজ্জ্বল দীপ্তি ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, সমকাল থেকে মহাকালে।
— আলী প্রয়াস।