
১৯৯১ সাল আমার জন্যে আরেকটি গুরুত্বপূর্ণ বছর। এ-বছরে আমি বিবাহিত হই এবং আমার স্ত্রীর সুবাদে ইংল্যান্ডে যাই। সেখানে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, লন্ডন ব্রিটিশ মিউজিয়ম, ইন্ডিয়া অফিস লাইব্রেরি এসব জায়গায় লেখাপড়া করে নিজের মধ্যকার ঘাটতি পূরণের চেষ্টা করি এবং শেখার চেষ্টা চালাই।