
আমার লেখালেখির অভ্যেস স্কুল থেকেই। তবে আমার পাঠক ছিলেন বলতে গেলে আমার একমাত্র বড় ভাই মনজুরুল আজীজ। বয়সে আমার চাইতে এক বছর তিন মাস বড় হলেও আমর সহপাঠী। তিনিই আমার পাঠক, তিনিই সমালোচক। ওঁর অনুরোধে বাংলাদেশ পরিষদ-এর একুশে সাহিত্য প্রতিযোগিতায় গল্প জমা দেই এবং পুরস্কৃত হই।